নিজস্ব প্রতিনিধি:
ভারত বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে ডিসেম্বরের ৬ তারিখ বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। জানা যায়, এই আমন্ত্রণ স্বীকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠা কন্যা রেহানা। ভারতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাত হতে পারে।
অন্যদিকে, স্বাধীনতার ৫০ বছর এবং বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে ডিসেম্বরের ১৬ তারিখ ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। রাষ্ট্রপতি হওয়ার পরে এটাই হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর।
পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে ভুটানের সাবেক রাজা জিগমে সিংহে ওয়াংচুকও অতিথি হিসেবে থাকবেন। ১৯৭১-এ পাকিস্তানি সেনারা আত্মসমর্পণের পর, প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁন্ধীর পরামর্শেই ভুটানই প্রথম স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে। এ উপলক্ষে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল ভারত সফর করবে।
দিল্লি সূত্রের খবর, রাষ্ট্রপতি কোবিন্দ ৮ নভেম্বর রাষ্ট্রপতি ভবনে ভারতে বাংলাদেশের সাবেক হাই কমিশনার প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করবেন। ভারতের তৃতীয় সর্বোচ্চ এই নাগরিক সম্মান গ্রহণ করবেন সৈয়দ মোয়াজ্জেমের স্ত্রী তুহফা জামান আলী। একই দিনে বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা বীরপ্রতীক সাজ্জাদ আলী জাহিরকেও পদ্মশ্রী উপাধিতে সম্মানিত করা হবে।
বিএসডি / আইকে