বর্তমান সময় ডেস্কঃ
বিএনপি ঘোষিত তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়ে ঢাকা কলেজের মূল ফটকে তালা দিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে পকেট গেটে তালা ঝুলিয়ে দেন। পরে কলেজ কর্তৃপক্ষ সাথে সাথেই মূল ফটক খুলে দেন। তবে এখন পর্যন্ত পকেট গেটে তালা লাগানো রয়েছে বলেও জানা গেছে।
কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন, দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা নেই। সেটি নিশ্চিত করার জন্য বারবার প্রশাসনকে বলা হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই ছাত্রদলকে অনেকটা নীরবে-নিভৃতেই কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ সকালে দলীয় কর্মসূচির অংশ হিসেবেই বিএনপির অবরোধকে সমর্থন জানিয়ে ক্যাম্পাসের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ চলছে অবরোধের শেষ দিন।
বিএসডি/আরপি