ঢাকা কলেজ, প্রতিনিধি:
ঢাকা কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ঢাকা কলেজের শহীদ আ.ন.ম. নজীব উদ্দিন খুররাম অডিটোরিয়ামে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ফলাফল ঘোষনা করেন৷
এর আগে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। এ নিয়ে তিনি দ্বিতীয় বারের মত নির্বাচিত হলেন৷ যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।
কোষাধ্যক্ষ পদে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবায়দুল করিম।
সেবা ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের প্রভাষক আদনান হোসেন । ক্রীড়া ও বিনোদন সম্পাদক পদে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাহমুদুল হাসান৷ নির্বাহী সদস্য-১ নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. ফারুক আহমদ, নির্বাহী সদস্য-২ হিসেবে রসায়ন বিভাগের প্রভাষক আসলাম হোসেন নির্বাচিত হয়েছেন৷
এছাড়া পদাধিকার বলে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সভাপতি হিসেবে অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার এবং সহ-সভাপতি হিসেবে উপাধ্যক্ষ এ.টি.এম. মইনুল হোসেন দায়িত্বপ্রাপ্ত হবেন৷
উল্লেখ্য এবারের শিক্ষক পরিষদের নির্বাচনে ৭ টি পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন ৷
শিক্ষক পরিষদের নবনির্বাচিত সাধারন সম্পাদক ড.মোঃ আব্দুল কুদ্দুস সিকদার বলেন, এই নির্বাচনের মাধ্যমে আমি দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পরিষদ শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণেও কাজ করবে। পূর্বেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ করে সাত কলেজের সমস্যাগুলো নিয়ে কাজ করেছি। আমাদের এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বিএসডি/এমএম