নিজস্ব প্রতিবেদক
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ অফিসিয়াল কাজে নিজ দেশ পাকিস্তানে গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ১১ মে থেকে ছুটিতে গেছেন সৈয়দ আহমেদ মারুফ। বর্তমানে বাংলাদেশের বাইরে রয়েছেন তিনি।
এ সময়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ আসিফ।
জানতে চাইলে ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা জানান, হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বর্তমানে পাকিস্তানে রয়েছেন। তিনি অফিসিয়াল কাজে দেশে গেছেন।