নিজস্ব প্রতিবেদক
রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, আ. ন. ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, আব্দুস সাত্তার, এস. কে সেকান্দার কাদির, মনির হোসেন, মীর হোসেন মীরু, সাইদুর রহমান মিন্টু, মকবুল হোসেন সরদার, গোলাম হোসেন, ফরহাদ হোসেন, মকবুল হোসেন টিপু, মজিবুর রহমান মজু।
কমিটিতে সদস্য হিসেবে আছেন- ইশরাক হোসেন, ফরিদ উদ্দিন, ফারুকুল ইসলাম, শরীফ হোসেন, মোহাম্মদ আলী চায়না, আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফরু, আনোয়ার পারভেজ বাদল, কে. এম জুবায়ের এজাজ, আকবর হোসেন ভূইয়া নান্টু, সাইদ হাসান মিন্টু, উমর নবী বাবু, সাইফুল্লাহ খালেদ রাজন, ফজলে রুবায়েত পাপ্পু, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, নাছরিন রশিদ পুতুল, লোকমান হোসেন ফকির, জুম্মন মিয়া, মহিউদ্দিন চৌধুরী, হাজী নাজিম, আলমগীর হোসেন, রাইসুল হাসান হবি, মো. হামিদুল হক, সফিউদ্দিন আহমেদ সেন্টু, হোসেন আলী, ইসমাইল তালুকদার খোকন, আনোয়ার হোসেন সরদার, আনোয়ারুল কবির, মামুন হোসেন, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, মোফাজ্জল হোসেন, মোজাম্মেল হক, জাকির হোসেন, কাবিরুল হায়দার চৌধুরী, আবুল হাশেম, শামসুন নাহার, খাজা হাবীব, মোয়াজ্জেম হোসেন, মো. উজ্জ্বল মিয়া, নুরুল কাদের নাসিম, নাসিমুল গণি খান, মোজাম্মেল হক মজু, আকতার হোসেন, মো. আলম মৃধা।