নিজস্ব প্রতিবেদক
বয়সের খাতায় যতই সংখ্যা যোগ হচ্ছে, ততই যেন দিনে দিনে গুরুত্বহীন হয়ে পড়ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। একের পর এক মিলছে এর প্রমাণ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে না জানিয়ে সৌদি আরব বিএনপি ও ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণার পর এবার ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি। ধারাবাহিকভাবে এ কাজগুলো করে যাচ্ছেন লন্ডনে পলাতক ফেরারি আসামি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, সরকারের মহানুভবতায় গত বছরের ২৫ মার্চ বিএনপি নেত্রী খালেদা জিয়ার কারামুক্তির পর থেকেই তারেক রহমানের সঙ্গে নীরব রেষারেষি চলে আসছে। এরই পরিপ্রেক্ষিতে দলের বেশিরভাগ সিদ্ধান্ত এখন তারেক এককভাবেই নেন। গর্ভধারিণী মা ও দলীয় চেয়ারপার্সনকে জানানোর প্রয়োজনটুকুও বোধ করেন না। সৌদি আরব বিএনপি ও ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণার পর ব্যত্যয় হলো না এবারও।
সম্প্রতি তার নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা কমিটি বিলুপ্ত করে গঠন করা হয়েছে নতুন কমিটি, যা ২১ আগস্ট (শনিবার) রাতে সংগঠনটির দফতরের দায়িত্বে থাকা কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জনসম্মুখে আসে।
এতে ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে শফিকুল ইসলাম মিল্টন ও সদস্য সচিব হিসেবে মোস্তফা জগলুল পাশা পাপেলের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে গোলাম মাওলা শাহিন ও সদস্য সচিব হিসেবে খন্দকার এনামুল হক এনামের নাম দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার ঘনিষ্ঠ একজন বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) অনেক বিশ্বাস করে দলের ভার তারেকের ওপর দিয়েছিলেন। কিন্তু ধরাকে সরা জ্ঞান করে তিনি ম্যাডামের বিশ্বাস ভঙ্গ করেছেন, মীর জাফরের মতো আচরণ করেছেন। নিজস্ব সাম্রাজ্য গড়ে তুলে ক্রমেই দলীয় নেত্রীকে আড়াল করার চেষ্টা করেছেন তারেক, যার সুস্পষ্ট প্রমাণ মেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দলীয় বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী দিনে।
সেদিন ব্যানারে কোথাও ম্যাডামের ছবি ছিল না। এ নিয়ে দলের মধ্যে অসন্তোষ দেখা দিলে তারেক স্পষ্ট ঘোষণা দেন, যে এ বিষয়টি নিয়ে আওয়াজ তুলবে, তারই কপাল পুড়বে। এরই ধারাবাহিকতায় ম্যাডামকে না জানিয়ে সৌদি আরব বিএনপি ও ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণার পর এবার তার নির্দেশনায় ঘোষণা করা হলো ঢাকা মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি। তারেকের এ বেপরোয়া স্বভাবের কারণেই বিএনপি দিনকে দিন তলিয়ে যাচ্ছে। কিন্তু পদ-পদবি ও প্রাণ হারানোর ভয়ে কেউই তার বিরুদ্ধে মুখ খুলছে না।
খালেদাকে না জানিয়ে কমিটি গঠন করা হয়েছে কিনা জানতে চাইলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে শুনেছি। আর সেটা তারেক রহমানের নির্দেশনাতেই হয়েছে। তিনি ম্যাডামের অনুমতি নিয়েছেন কিনা, সে তথ্য আমার কাছে নেই। যদি জানতে পারি, তবে আপনাদের জানাবো।
বিএসডি/এমএম