খেলাধূলা প্রতিনিধি:
ঢাকা প্রিমিয়ার লিগের দল মোহামেডানের হয়ে খেলতে মঙ্গলবার ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তিনি ঢাকায় এসে বলেন, রোমাঞ্চকর লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।
এদিন বিকালে ঢাকার একটি হোটেলে বসে হাফিজ বলেন, যখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাংলাদেশে এসেছি, এই প্রতিদ্বন্দ্বিতার কথা অনেক শুনেছি। এখানে আসতে পেরে ভালো লাগছে। যখনই প্রস্তাব পেয়েছি, এই ঐতিহাসিক ক্লাবের অংশ হতে চেয়েছি। জানি এখানে খুব প্রতিদ্বন্দ্বিতাময় খেলা হয়। রোমাঞ্চ আর চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। অপেক্ষায় আছি তরুণ আর সিনিয়রদের সঙ্গে খেলার জন্য।
চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ৪১ বছর বয়সী হাফিজ আরও বলেন, গত কয়েক বছর আমি এক দিনের ম্যাচ খেলিনি। তবে খেলতে চাই। আমার বিশ্বাস, এখনো ভালো করতে পারি। ফিটনেস নিয়ে প্রতিদিনই কাজ করি। যেমনটা বললাম, ঢাকা প্রিমিয়ার লিগের রোমাঞ্চ নিতে মুখিয়ে আছি। মোহামেডানের প্রতিনিধিত্ব করাটা রোমাঞ্চকর।
পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে আর ১১৯টি টি–টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ২১টি সেঞ্চুরির সাহায্যে ১২ হাজার ৭৮০ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ২৫৩ উইকেট শিকার করেন অলরাউন্ডার হাফিজ।
তিনি বলেন, আমার মন্ত্র হলো, সবসময় ক্রিকেটটা উপভোগ করা। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তবে ব্যক্তিগতভাবে মনে করি, আমার মধ্যে এখনো কিছু আছে, যা সুন্দর এ খেলাটাকে ফিরিয়ে দিতে পারি।
হাফিজ আরও বলেন, আমি যেখানেই খেলি না কেন, তরুণদের উজ্জীবিত করতে চেষ্টা করি। যারই সহায়তা প্রয়োজন হোক না কেন, আমি থাকি। আমার নিজের ভালোলাগার জন্য যেমন খেলি, তেমনি তরুণদের উজ্জীবিত করতেও খেলি।
বিএসডি/ এমআর