ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় পারভেজ হোসেন ইমনের। অভিষেক ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ৬৯ রানের ইনিংস খেলেছেন তিনি। ওপেনিংয়ে বাংলাদেশের নতুন আস্থা ইমনের ক্রিকেটীয় আইডল তামিম ইকবাল।
তৃতীয় ওয়ানডের আগের দিন আজ সোমবার পাল্লেকেল্লেতে সংবাদ সম্মেলনে আসেন ইমন। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় সবশেষ ম্যাচে কোন পরিকল্পনায় সাফল্য পেলেন। জবাবে ইমন বলেন, ‘চেষ্টা করি আসলে পরিস্থিতি যেরকম সেভাবে খেলার। চেষ্টা করছি আমার যেটা ন্যাচারাল খেলা, সেভাবে খেলার।’
নিজের আইডল প্রসঙ্গে ইমন বলেন, ‘তামিম (ইকবাল) ভাইয়ের খেলা ফলো করতাম অনেক। বিরাট কোহলিও প্রায় শেষের দিকে। এখন ট্রাভিস হেডের খেলা আমার খুব ভালো লাগে।’ ম্যাচের দিন ক্যান্ডিতে বৃষ্টির আভাসও রয়েছে। সে ব্যাপারে ইমন বলেছেন, ‘না এই ব্যাপারে (বৃষ্টির ব্যাপারে) কোনো কিছু এখনও জানি না। আমরা নরমাল ম্যাচের জন্য প্রস্তুত।’
গেল ম্যাচে দলের স্পিনারদের কল্যাণে জয় তুলে নেয় বাংলাদেশ দল। এ নিয়ে ইমন জানান, ‘অবশ্যই ভালো লেগেছে। আগের ম্যাচে যেভাবে (মেহেদী হাসান) মিরাজ ভাই, (শামীম হোসেন) পাটোয়ারী এবং তানভীর (ইসলাম) অনেক ভালো করেছে। এটা অবশ্যই আমাদের জন্য ভালো লাগছে।’
ওয়ানিন্দু হাসারাঙ্গারাকে খেলা নিয়ে ইমন বলেন, ‘ও (হাসারাঙ্গা) ভালো বোলার। খুব বেশি টাফ টাইম দেয়নি আমাকে। আমি যে বলে আউট হয়েছি লাইনটা মিস করেছি। বিশ্ব ক্রিকেটে এখন লেগ স্পিনাররা অনেক গুরুত্বপূর্ণ। রিশাদ(হোসেন)ও ভালো করতেসে। সে সুযোগ পেলে ইনশাল্লাহ সেরাটা দিবে।’