বিনোদন প্রতিবেদক
প্রকাশিত হতে যাচ্ছে চলচ্চিত্রকার তারেক মাসুদের চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধগ্রন্থ ‘চলচ্চিত্রযাত্রা’-এর বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ। আগামী ১২ আগস্ট রাত সাড়ে ৮টায় অনলাইনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে।
এ আলোচনায় অংশগ্রহণ করবেন চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, ভারতের বিশিষ্ট চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্র তাত্ত্বিক সঞ্জয় মুখোপাধ্যায়, চিত্রশিল্পী ও শিক্ষক ঢালী আল মামুন, কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন, চলচ্চিত্র শব্দগ্রাহক নাহিদ মাসুদ, চলচ্চিত্র নির্মাতা ও লেখক প্রসূন রহমান ও চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সংগঠক বেলায়াত হোসেন মামুন।
চলচ্চিত্রকার তারেক মাসুদ একজন চিন্তাশীল সংস্কৃতিজন ছিলেন। চলচ্চিত্র-সংস্কৃতির বিস্তৃত বিষয়ে তার জীবনকালে চলচ্চিত্রসৃষ্টি ছাড়াও চলচ্চিত্র সংসদ আন্দোলন ও চলচ্চিত্রচর্চার বুদ্ধিবৃত্তিক তৎপরতায় নিবিষ্ট ছিলেন। তার লিখিত বহু চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধের মধ্য থেকে পূর্ব-প্রকাশিত ও অপ্রকাশিত ৩৩টি প্রবন্ধ নিয়ে সংকলিত ও সম্পাদিত হয়েছে ‘চলচ্চিত্রযাত্রা’। চলচ্চিত্র বিষয়ক ৩৩টি প্রবন্ধকে মোট ৮টি অধ্যায়ে বিভক্ত করে বইটি যৌথভাবে সংকলন ও সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ, নাহিদ মাসুদ, প্রসূন রহমান ও বেলায়াত হোসেন মামুন।
কথাপ্রকাশ ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে। কথাপ্রকাশের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হবে এটি।
২০১১ সালের ১৩ আগস্ট নতুন চলচ্চিত্র ‘কাগজের ফুল’-এর লোকেশন দেখতে মানিকগঞ্জে গিয়েছিলেন তারেক মাসুদ। ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জোকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ, চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরো তিনজন ঘটনাস্থলেই মারা যান।
বিএসডি/এমএম