নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরার তালায় কঠোর লকডাউন অমান্য করে বসেছিল পশুর হাট। খবর পেয়ে হাটে হাজির হয় ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গরুর হাটে ৮ জন ক্রেতা-বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এ জরিমানা আদায় করেন।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান একটি মামলায় ১ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান দুইটি মামলায় ১ হাজার ৫শ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকতা মো. তারিফ-উল-হাসান জানান, ‘লকডাউনে কোনো প্রকার গরুর হাট বসবে না। কোনো জনপ্রতিনিধি, বাজার কর্তৃপক্ষ, হাট ইজারাদার, রাজনৈতিক দলের নেতারা যদি হাট বসানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিএসডি/আইপি