কৃষি ডেস্ক,
তাড়াশে বন্যায় ২ হাজার হেক্টর জমির ধান প্লাবিত
চলতি বছরে বন্যার পানিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আট ইউনিয়নের ২ হাজার হেক্টর জমির রোপা আমন ধান প্লাবিত হয়েছে। এছাড়া তিনটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানি বন্দি রয়েছেন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চারটি ইউনিয়নে ফসলি মাঠে রোপা আমন ধান লাগানো ছিলো। সেই ফসলি মাঠের ধানগুলো প্লাবিত হয়েছে পানিতে।
জানা গেছে, তাড়াশ উপজেলায়র মাগুড়া বিনোদ, সগুনা ও বারুহাস, তাড়াশ,দেশীগ্রাম ,নওগাঁ ও মাধাইনগর ইউনিয়নের উচুঁ জমিতে প্রায় সাড়ে ১৪ হাজার হেক্টর আমন ধান রোপন ও বপন করা হয়েছিলো। এছাড়া চলনবিল অধ্যাসিতু প্রায় ২৫টি গ্রামে চারদিকে পানি থাকায় ও সড়কগুলো ডুবে যাওয়ায় নৌকায় চড়ে এই অঞ্চলের বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছে।
উপজেলার পৌর এলাকার ভাদাস এলাকার কৃষক আরিফুল ইসলাম জানিয়েছেন, বন্যার পানিতে রোপা আমন ধান তলিয়ে গিয়েছে। এখন দ্রুত পানি সরে না গেলে কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা জানিয়েছেন, উপজেলার আট ইউনিয়নের নিচু জমিগুলো সামান্য বৃষ্টি বা পানিতে তলিয়ে যায়। আর উচু জমিগুলোতে ধান প্লাবিত হয়েছে। আশা করছি পানি দ্রুত নেমে গেলে ধানের কোনো ক্ষতি হবে না।
বিএসডি/এএ