নিজস্ব প্রতিনিধি,
দুর্নীতি, অবৈধ হস্তক্ষেপ, নিজের ও আত্মীয়-স্বজনের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন প্রভৃতি অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক টিম।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, পাঁচ কর্মকর্তার মধ্যে চারজনের বক্তব্য গ্রহণ করা হয়েছে। তাদের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য নেওয়া হয়েছে। তথ্যগুলো পর্যালোচনা করা হচ্ছে। অপর কর্মকর্তা আগেই তার সম্পদ বিবরণী দাখিল করেছেন।
তিতাসের ওই কর্মকর্তারা হলেন—সাভার কার্যালয়ের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান ও মো. আবদুল মান্নান, সংস্থাপন বিভাগের পার্সোনাল শাখার ব্যবস্থাপক হাসিবুর রহমান এবং একই শাখার কোম্পানি সচিব (মহাব্যবস্থাপক) মাহমুদুর রব। ইসিসি বিভাগের করোশন কন্ট্রোল শাখার ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান আগেই সম্পদ বিবরণী দাখিল করেছেন। তার তথ্যাবলি যাচাই করা হচ্ছে।
বিএসডি/আইপি