নিজস্ব প্রতিবেদক
ঢাকার তিন শতাধিক পথশিশুদের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন ইনিশিয়েটিভ ফর হিউম্যান ওয়েলফেয়ার (আইএইচডব্লিউ)৷ সংগঠনটি মাসব্যাপী প্রতিদিন একবেলা খাবারের একটি প্রকল্প হাতে নিয়েছে৷
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়৷
প্রথমদিনে সংগঠনটি মুরগির বিরিয়ানি এবং এক বোতল খাবার পানি আকারে প্যাকেজ তৈরী করে৷ রাজধানীর হাতিরঝিল, কমলাপুর এবং মালিবাগের আশেপাশের এলাকায় এ কার্যক্রম চালানো হয়৷ ছিন্নমূল শিশুদের পাশাপাশি এ কার্যক্রমে বৃদ্ধরাও সহযোগিতা পেয়েছে৷
বেসরকারি এ সংগঠনটির কান্ট্রি হেড আহনাফ আবিদ বলেন, আমরা চাই একটি ক্ষুধামুক্ত সমাজ৷ যেখানে কাউকে রাতে ক্ষুধা নিয়ে ঘুমাতে যেতে হবেনা৷ আমরা জানি এক বেলার এ আহারে আহামরি পরিবর্তন সম্ভব নয়; তবুও দেশ ও মানুষের কিছুটা পরিবর্তন হলেই ভালো লাগবে৷ আমরা সামনে চিকিৎসা ও খাদ্য নিয়ে বড় প্রকল্প সামনে নিয়ে আসবো৷
এ বিষয়ে সেচ্ছাসেবী কর্মী তাহমিনা আক্তার মনিরা বলেন, ভালো লাগছে ওদের পাশে দাড়াতে পেরে৷ একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ হোক এটাই প্রত্যাশা৷
জানতে চাইলে সংগঠনটির চেয়ারম্যান এস এ মাহফুজা বলেন, দেশ ও মানুষকে নিয়ে ভাবতে হবে৷ প্রতিটি ছিন্নমূল শিশুরও স্বপ্ন আছে, জীবনবোধ আছে৷ ক্ষুধা নিয়ে কখনো স্বপ্ন দেখা সম্ভব না৷ আর জীবনবোধ পেতে প্রয়োজন সঠিকভাবে বেড়ে ওঠা৷ আমরা তাদের শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য এ তিন সেক্টরে বিনিয়োগ বাড়াতে চাই৷