আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ভয়াবহ দাবানল নেভানোর কাজে অংশ নেওয়া রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন রুশ ও তিনজন তুর্কি নাগরিক ছিলেন। শনিবার (১৪ আগস্ট) রুশ কর্তৃপক্ষ বিবৃতির মাধ্যমে তথ্যটি জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন রুশ চাকরিজীবী এবং তিনজন তুর্কি নাগরিক প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আটজনকে বহনকারী বিই-২০০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়।
ভয়াবহ এই দাবানল নেভানোর কাজে অংশ নেওয়া বিমানটি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা শহরের কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাটির পর তুরস্কের রুশ দূতাবাসের কয়েকজন প্রতিনিধি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কমিটি ঘটনাস্থল পরিদর্শনে যান।
উল্লেখ্য, তুরস্কে ক্রমশ ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে দেশটিকে সহায়তার জন্য চলতি বছরের জুলাই মাসে বেশ কয়েকটি বিই-২০০ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছিল রাশিয়া।
বিএসডি/এমএম