নিজস্ব প্রতিবেদক:
তুরস্কের রাজধানী আঙ্কারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পার্ক হচ্ছে। পার্কটি উদ্বোধন করতে শনিবার (১১ ডিসেম্বর) রাতে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী নিজেই। তিনি বলেন, ‘কালকে যাবার কথা। ছোট একটা সফর। সফরটা দুই দিনের হবে। তুরস্কে বঙ্গবন্ধুর নামে একটি পার্ক করা হয়েছে, সেটি উদ্বোধন করতে যাব।’
তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুর সঙ্গে বৈঠক হতে পারে ড. মোমেনের।
জানা যায়, তুরস্কের রাজধানী আঙ্কারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আবক্ষ ভাস্কর্য ও একটি উদ্যান গড়ে তোলা হয়েছে। আগামী সোমবার (১৩ ডিসেম্বর) পার্কটি উদ্বোধন করা হবে।
করোনা মহামারির মধ্যে গত বছরের সেপ্টেম্বরে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী। সেই সফরে তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন ড. মোমেন।
বিএসডি /আইপি