সাভার প্রতিনিধি:
সাভারে তুরাগ নদে ট্রলার ডুবির ঘটনার রেশ না কাটতেই একই স্থানে সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১০ অক্টোবর) বিকালে গাবতলীর দ্বীপনগর পাড়ে দুইটি বাল্কহেডের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এসময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।
এ ঘটনায় আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সবুর বর্তমান সময়কে জানান, গতকাল বিকালে ট্রলারডুবির ঘটনাস্থল থেকে একটু সামনে একটি সিমেন্ট বোঝাই বাল্কহেড ডুবে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা চলছে।
এসময় আমিন বাজার নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর শেখ বলেন, দুটি বাল্কহেডের সংঘর্ষ হলে সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো নিখোঁজ কিংবা মৃতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
আরো পড়ুন: সাভারে তুরাগ নদীতে ট্রলার ডুবি নিখোঁজ ৪
এর আগে, গত ৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে তুরাগ নদের গাবতলী এলাকায় নৌকা দিয়ে পার হওয়ার সময় বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় ইঞ্জিনচালিত ওই নৌকায় শিশুসহ প্রায় ১৮ জনের মতো আরোহী ছিলেন। তাদের ১১ জন সাঁতরে পাড়ে উঠলেও সাত জন নিখোঁজ হন। এসময় উদ্ধার অভিযানের কাজ চালিয়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু করলেও নিখোঁজদের খুঁজে পাওয়া যায়নি। পরে বিকেলে উদ্ধার অভিযানের কাজ সমাপ্ত ঘোষণা করেন ফায়ার সার্ভিস।
ওইদিন বিকেলে নৌকা ডুবির ঘটনায় সাভার উপজেলা প্রশাসনকে নিহতের প্রত্যেক পরিবারকে লাশ দাফন করার জন্য ২০ হাজার টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বিএসডি /আইপি