আন্তর্জাতিক ডেস্ক,
কয়েকদিন আগেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তার দেশের সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা দিতে প্রস্তুত। অথচ, পশ্চিমা দেশগুলোর মতো তুর্কি সেনারাও আফগানিস্তান ছাড়তে শুরু করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল বুধবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০০২ সাল থেকে আফগানিস্তানে জাতিসংঘ ও ন্যাটো বাহিনীর প্রতিনিধিত্ব করেছে তাদের দেশ।
বিবৃতিতে আরো বলা হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় আফগানিস্তানের নাগরিকদের শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতার জন্য কাজ করে তুরস্কের সেনারা। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করেছে তারা। সেই গৌরব নিয়েই তুর্কি সেনারা তুরস্কে ফিরছে।
সূত্র: এনডিটিভি।