নিজস্ব প্রতিবেদক:
খোলা সয়াবিনের দাম বৃদ্ধি পাওয়ায় বোতল জাত সয়াবিনের মূল্য স্টিকার ঘষে তুলে নতুন দাম নির্ধারণ করছেন দোকানি। গোডাউন ও দোকান থেকে এসব তেল বিক্রি হচ্ছে দোকানির নির্ধারণ করা মূল্যে। এমন খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে শহরের কল্যানপুর এলাকার ‘সঞ্জয় স্টোর’ নামে দোকানে অভিযোগের সত্যতা মেলে।
ওই দোকান মালিককে ৫০ হাজার টাকা দণ্ড করা হয়। অভিযানকালে ওই দোকানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও শিশুখাদ্য পাওয়া যায়। এসব পণ্য ধ্বংস করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আব্দুস সালাম বলেন, শহরের কল্যানপুর ও বড়বাজার এলাকায় ভোজ্যতেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যে দোকানে বাজার তদারকিমূলক অভিযান চালানো হয়। এ সময় কারসাজির দায়ে ‘সঞ্জয় স্টোর’কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী ও পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
বাজার মনিটরিংমূলক এমন অভিযান অব্যহত থাকবে ও জোরদার করা হবে বলে জানান তিনি।
বিএসডি/ এলএল