খেলাধূলা প্রতিনিধি:
বাংলাদেশ কোচ মনে করেন আরও বড় ব্যবধানে জেতার সামর্থ্য আছে বাংলাদেশের। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় বড় জয় আসছিল না। ভালো খবর যে টুর্নামেন্টে আজই সবচেয়ে বেশি গোল করেছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম গোলটা করেছে থাইল্যান্ড। প্রথম কোয়ার্টারের ১০ মিনিটে তারা ফিল্ড গোলে ১–০ করেছে। দ্বিতীয় কোয়ার্টারের সপ্তম মিনিটে ১–১ করেন বাংলাদেশের রোমান সরকার। এরপর জ্বলে ওঠে পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলামের স্টিক। টানা দুটি গোল করে ম্যাচটা বাংলাদেশের হাতে এনে দেন এই ডিফেন্ডার। পেনাল্টি কর্নারে ২-১ করেন দ্বিতীয় কোয়ার্টারের ১৪ মিনিটে। তৃতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে করেন ৩-১।
চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে রকিবুল হাসানের ফিল্ড গোলে ৪–১। বাকি সময়ে থাইল্যান্ড আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। ফেবারিট হিসেবে বাংলাদেশই শিরোপা লড়াইয়ের শেষ ধাপে পা রেখেছে। এ নিয়ে টানা ১০টি আন্তর্জাতিক ম্যাচ জিতল বাংলাদেশ হকি দল।
বিএসডি/ এমআর