নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল প্রতিষ্ঠার বিরোধীতায় চলমান নাগরিকদের নানা প্রতিবাদি কর্মসূচী অব্যাহত রয়েছে।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, পরিবেশবাদি সংগঠন চলমান আন্দোলনে একাত্মতা ঘোষণা করে নানা কর্মসূচী পালন করে যাচ্ছে। ইতোমধ্যে গঠিত হয়েছে সম্মিলিত আন্দোলনের সামাজিক জোট। হাসপাতাল নির্মাণ বন্ধের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলেও সংগঠনগুলো দাবি করেছে।
শুক্রবার (৬ আগস্ট) সিআরবি রক্ষা মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল।
সিআরবি রক্ষা মঞ্চ’ এর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান বলেন, চক্রান্ত চলছে সিআরবি ধ্বংসের। যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে। চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এ ইস্যুতে। এখানে কোন শক্তিই টিকবে না বলে তিনি জোর দাবি করেন।
সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সাতরাস্তার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চমেক এর প্রাক্তন অধ্যক্ষ ও গবেষক ডা. ইমরান বিন ইউনুস, সিআরবি রক্ষা মঞ্চের সহসমন্বয়ক ও চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আমির উদ্দিন, গণমুক্তি ইউনিয়নের সভাপতি রাজা মিঞা, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি এড ভুলন ভৌমিক, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারুফ রুমী, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সমন্বয়ক অপুদাশগুপ্ত, বাসদ নেতা মহিনউদ্দিন, বাসদ(মার্কসবাদী) সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদ, উদ্বিগ্ন নাগরিকবৃন্দ এর জান্নাতুল ফেরদৌস পপি, নিপীড়ন বিরোধী আইনজীবি মঞ্চের যুগ্মআহবায়ক এড বিশুময় দেব, জিয়া হায়দার ফাউন্ডেশনের মোস্তফা কামাল যাত্রা, প্যান্টোমাইম মুভমেন্টের সভাপতি রিজোয়ান রাজন, চট্টগ্রাম গণঅধিকার ফোরামের মহাসচিব এম.এ হাশেম রাজু, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি সিদ্দিকুল ইসলাম, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সহসভাপতি কৃষ্ণ শেখর দত্ত, ভাসানী অনুসারী পরিষদের সহসভাপতি অধ্যক্ষ মুসা শিকদার, মহানগর মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, সেতু ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এর জাহিদা পারভীন, সৃজন সাংস্কৃতিক অঙ্গনের মুরাদ হোসেন, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক,শান্তনু দাশ, সমাজকর্মী মাহবুব রানা,ইকো ফ্রেন্ডস এর সভাপতি উৎস কুমার আচার্য্য প্রমুখ।
সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল সিআরবি সাত রাস্তার মোড় হয়ে মহীদ আবদুর রব কলোনী হয়ে গোয়ালপাড়া প্রদক্ষিণ করে আবার সিআরবিতে এসে শেষ হয়। এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এ মিছিলে অংশ নেন।
সমাবেশ থেকে ৭আগস্ট বিকাল ৪ টায় সিআরবিতে অবস্থান কর্মসূচী এবং ৮ আগস্ট বিকাল ৪টায় ইউনাইটেডকে লাল কার্ড প্রদর্শনী কর্মসূচী সফল করার আহ্বান জানানো হয়।
বিএসডি/আইপি