নিজস্ব প্রতিবেদক
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বুদ্ধিমত্তা, দূরদর্শিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমতুল্য কোনো রাজনীতিবিদ বাংলাদেশে নেই। এমনকি দক্ষিণ এশিয়াতেও নেই।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও জাতির জন্য যেটা কল্যাণকর হবে, সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
শুক্রবার সন্ধ্যায় নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে চাঁদপুরের ‘মতলব সুধী সমাজের’ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমি তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলাম। অনুন্নত দেশকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত করতে পেরেছি। দেশকে আরো এগিয়ে নিতে হলে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লায়ন বেনজীর আহমেদ সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের এমপি নুরুল আমিন রুহুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. শাহাআলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কবির হোসেন প্রমুখ।
বিএসডি/এমএম