পাবনা প্রতিনিধি:
২৯ জুলাই শুক্রবার দুপুরে পাবনা কবি বন্দের আলী মিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বক্তব্যে তিনি বলেন ৫ লাখ দক্ষ চালক তৈরি করতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাশাপাশি বিনা পয়সায় লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় তিনি হাইওয়ে পুলিশ, বিআরটিএ-কে দক্ষ ও জনবল বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ এবং সচেতন করতে নানামুখী উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
শাজাহান খান এমপি বলেন, মহাসড়কে গাড়ি চালকদের বিশ্রামের জন্য দেশে সবচেয়ে বড় চারটি হাইওয়ে টার্মিনালের কাজ চলছে।কোনো ধরনের অশ্রমিক এই ইউনিয়নের সদস্য থাকতে পারবেন না। একইসঙ্গে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না। পরিবহন সেক্টর হচ্ছে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরকে খাটো করে দেখা চলবে না। খালেদা জিয়া পরিবহন সেক্টরকে জ্বালাও-পোড়াও করেছিলেন।
পরিবহন শ্রমিকরা আন্দোলনের মাধ্যমে তা প্রতিহিত করেছে বলেও মন্তব্য করেন পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি। জেলা মোটর শ্রমিক ইউনিয়নে আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সরদার মিঠু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক কামিল হোসেন প্রমুখ।
পরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলামকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শাজাহান খান। এই কমিটি পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের আয়োজন করবেন বলে জানান তিনি।
বিএসডি/ এমআর