নিজস্ব প্রতিবেদক
বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন জনগণতান্ত্রিক সংবিধান বাস্তবায়নে নিজেদের ব্র্যান্ডিং করতে প্রশিক্ষণ নিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দল গড়ে তুলতে রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত দুদিনব্যাপী লিডারশিপ ট্রেনিং করেছে দলটির নেতারা।
তাদের প্রশিক্ষণ দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক ড. মাইমুল আহসান খান, ক্যারিয়ার কোচ জামাল উদ্দীন জামী ও রাজনৈতিক ব্র্যান্ডিং গবেষক জাকারিয়া পলাশ।
অনুষ্ঠানে ড. মাইমুল আহসান নতুন সংবিধান প্রণয়নের গুরুত্ব তুলে ধরে জাতীয় বিপ্লবী পরিষদ নেতাদের গণপরিষদ গঠনের ওপর গুরত্বারোপ করতে বলেন।
এদিকে বিপ্লবী পরিষদকে মূল্যবোধ, গণআস্থা ও নীতির প্রতি অবিচল থেকে ব্র্যান্ডিং করার প্রশিক্ষণ দেন রাজনৈতিক ব্র্যান্ডিং গবেষক জাকারিয়া পলাশ।
তিনি বলেন, রাজনৈতিক দল মূলত জনগণের কাছে মূল্যবোধ, রূপকল্প, স্বপ্ন, সুখ, সুশাসন ও ক্ষমতার কথা প্রচার করে। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের ব্র্যান্ড তৈরি করেছে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান ও সভাপতিত্ব করেন সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান। এতে অংশগ্রহণ করেন, যুগ্ম-আহ্বায়ক রাবেয়া আক্তার, সহকারী সদস্য সচিব সাইয়েদ কুতুব, ইঞ্জিনিয়ার ইমামুল হক, গালীব ইহসান প্রমুখ।