অর্থনীতি ডেস্ক,
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (২৯ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের শেয়ারের দাম সবচেয়ে বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪০.১০ টাকা। রোববার শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫৩.৯ টাকা। ফলে কোম্পানিটির শেয়ার দর ১৩.৮০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৮.৭৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৮.২৪ শতাংশ, নর্দান জুটের ৭.৩৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬.৭৩ শতাংশ, বিডি অটোকার্সের ৬.৭২ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬.৪৬ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৬.৪৫ শতাংশ, আমান ফিডের ৫.৫৪ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৫২ শতাংশ দাম বেড়েছে।
বিএসডি/আইপি