নিজস্ব প্রতিবেদক,
এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডাল, ডিম ও মুরগির দাম।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ৫ টাকা। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়। হাঁসের ডিমের দাম ২০ টাকা বেড়ে ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকা। সোনালী (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা।
বাজার ঘুরে দেখা যায়, ইন্ডিয়ান ডালের দাম পাঁচ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। গত সপ্তাহে ইন্ডিয়ান ডালের প্রতিকেজি দাম ছিল ৮০ টাকা।
এদিকে মুরগির দাম কেজিপ্রতিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বাজারে ব্রয়লার মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। প্রতি কেজি সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ২২৫ থেকে ২৩৫ টাকায়। লেয়ার মুরগি কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২৫ থেকে ২৩৫ টাকা।
মিরপুর ১১ নম্বর বাজারের মুরগি বিক্রেতা রুবেল মিয়া বলেন, বাজারে মুরগির চাহিদা বেড়ে গেছে। চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে মুরগির দামও। মুরগির দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই বিক্রেতা।
বিএসডি/আইপি