নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। একই সময় করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের। করোনা শনাক্তের হার ৭.৭৩ শতাংশ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল কুদ্দুস।
তিনি জানান, মারা যাওয়া ৩ জনেরই করোনা উপসর্গ ছিলো। নতুন করে ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮৬ জন। করোনা শনাক্ত হয়েছে মোট ১৪ হাজার ৪০০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ জন, মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৫৫ জন। বর্তমানে সক্রিয় রোগী আছেন ১৫৯ জন।
বিএসডি/আইপি