নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের ঘোড়াঘাটে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি শোরুমে হামলা চালিয়ে মালামাল ভাঙচুরের অভিযোগ উঠেছে পালশা ইউপির চেয়ারম্যান কবিরুল ইসলামের বিরুদ্ধে। উপজেলার রানীগঞ্জ বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে সোমবার (০১ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মাধ্যমে এসব অভিযোগ করেন শোরুমের মালিক মিনহাজুল ইসলাম রনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিনহাজুল ইসলাম রনি বলেন, ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় পালশা ইউনিয়নের চেয়ারম্যান কবিরুল ইসলাম ও তার নেতৃত্বে সন্ত্রাসী দল এসে আমার প্রতিষ্ঠানে নির্বাচনের খরচ বাবদ ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অপরাগতা স্বীকার করলে তারা আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল ভাঙচুর করে এবং ক্যাশে থাকা ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এছাড়াও শোরুমের মালামাল তারা ভাঙচুর করেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান কবিরুল ইসলাম বলেন, আমার জায়গায় প্রাচীর নির্মাণ করছিল মিনহাজুল ইসলাম রনি। আমি প্রাচীর নির্মাণে তাকে বাধা দিলে তিনি আমাকে উল্টো মারধরের হুমকি দেয়। আমি তাকে নিষেধ করতে গিয়েছিলাম কিন্তু তিনি মিথ্যা অভিযোগ করছেন আমার বিরুদ্ধে।
বিএসডি /আইপি