আন্তর্জাতিক ডেস্ক
গত সাত দিনে অভিযান চালিয়ে ১২১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তাররা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে অন্তত তিন বছর ধরে শ্রমিকের কাজ করছিলেন। তাদের সবাইকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
দিল্লি পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গত এক সপ্তাহ ধরে আলিপুর, বাওয়ানা, নারেলা, স্বরূপনগর ও শাহবাদ ডেয়ারি-এসব শিল্পাঞ্চলে অভিযান চালায় পুলিশের বিশেষ তদন্তকারী দল। ৮৩১ জন সন্দেহভাজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের পর ১২১ জনকে অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই অভিযানে পাঁচ ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং জাল পরিচয়পত্র তৈরিতে সহায়তার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬(২), ৩৪০(২) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।
তদন্তে পুলিশ মনে করছে, অনুপ্রবেশকারীদের সহায়তায় একটি সুসংগঠিত চক্র কাজ করেছে। তাদের মূলহোতাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।