ফিচার ডেস্ক-
আসছে ঈদে ৭ পর্বের একটি ধারাবাহিক নাটকে দেখা যাবে মারজুক রাসেলকে ‘দি পরোপকার লিমিটেড’ নামের এ ধারাবাহিকটি প্রযোজনা করেছে গানের ডালি। কমেডি ঘরানার এ নাটকটি রচনা করেছেন কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা করেছেন এল আর সোহেল।
নাটকের গল্পে দেখা যাবে, টিপু ও টুম্পার বাবা রহমতুল্লাহ ভালো নেই। তার স্ত্রী গত হয়েছেন। অন্যদিকে ব্যবসার অবস্থাও খারাপ। সেজন্য তার মাথা ঠিক নেই। আবার টিপু-টুম্পা হাতখরচের টাকা চাইলে তিনি তেলে-বেগুনে জ্বলে ওঠেন। আর বাবার এমন ব্যবহারে টিপু-টুম্পা কাহিল।
এদিকে টিপুর প্রেমিকা সকালে ঠিক থাকে তো বিকালে বিগড়ে যায়। ফলে টিপুকে যখন-তখন ছুটতে হয় তার কাছে। অন্যদিকে টাকার ধান্দায় রহমতুল্লাহ খুলে বসেন ‘দি পরোপকার লিমিটেড’ নামের ধান্ধাবাজির প্রতিষ্ঠান। এভাবেই এগোয় নাটকের গল্প।
মারজুক রাসেল জানান, নাটকটি দেখে দর্শক আনন্দ পাবেন, এটকু বলতে পারি।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, শহিদুল আলম সাচ্চু, সামিয়া অথৈ, চমক প্রমুখ।
ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন নাটকটি প্রচার হবে বেসরকারি একটি টিভিতে।
বিএসডি/এমএম