নিজস্ব প্রতিবেদক,
খাগড়াছড়ি দীঘিনালা জোনের পক্ষথেকে আত্নকর্ম সংস্থান সৃষ্টির লক্ষে কবাখালী ইউনিয়ন এর মুসলিম পাড়া এলাকার মোছা. জোসনা খাতুন(২২)কে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দীঘিনালা জোন সদরের জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভান সেলাই মেশিন সহায়তা প্রদান করেন।
মোছা. জোসনা খাতুনের মা বলেন, জোসনার বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ থাকায় ছয় সদস্যের পরিবারের পক্ষে জীবন যাপন করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে।
আমার পক্ষে সন্তানদের লেখাপড়া এবং সংসার চালানো সম্ভব হচ্ছে না। জোসনা টেইলারিং কাজ শিখছে কিন্তু টাকার অভাবে মেশিন কিনে দিতে পারছিলাম না। দীঘিনালা ক্যান্টরম্যান দরখাস্ত করলে একটা সেলাই মেশিন দিয়েছে। এখন আমার সংসার চালাতে কষ্ট হবে না।
সেলাই মেশিন পেয়ে মোছা. জোসনা বলেন, আর্মি আমাকে একটি সেলাই মেশিন দিয়েছে। মেশিন দিয়ে কাজ করে ছোট ভাই বোনকে পড়া লেখা খরচ জোগাতে পারব। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অনেক কৃতজ্ঞ জানাই।
বিএসডি/আইপি