ক্রীড়া ডেস্ক,
প্রথম টেস্ট ড্র হয়। দ্বিতীয় ম্যাচে সিরিজে ১-০তে এগিয়ে যায় ভারত। লিডসে তৃতীয় টেস্টে সমতা টানে স্বাগতিক ইংল্যান্ড। চতুর্থ টেস্ট জিতে ইতিহাস রচনা করে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো ভারত। ৫০ বছর পর ওভালে কোনও টেস্টে জয় পেলো ভারত। ওভালে ১৯৭১ সালে শেষবার ইংল্যান্ডকে হারিয়েছিল তারা।
প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা, ৪৬৬ রান করে। ইংল্যান্ডকে ৩৬৮ রানের টার্গেট দেয় ভারত।
২১০ রানেই অল আউট হয়ে যায় জো রুটের নেতৃত্বাধীন দলটি। ১৫৭ রানের জয় পায় ভারত।
ম্যানচেস্টারে শেষ টেস্ট হারলেও ভারতের আর সিরিজ হারার সম্ভাবনা রইলো না। ড্র করলেই নিশ্চিত হবে ইংল্যান্ডের মাঠে সিরিজ জয়।
৩৬৮ রানের লক্ষ্য নিয়ে নামা ইংল্যান্ড বিনা উইকেটে ১০০ রান তুলার পরও ব্যাটিং ধসে গুটিয়ে যায় ২১০ রানে। ইংলিশদের ইনিংসে দাড়ি টেনে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ভারতের বোলাররা। ৬০ রানে ৩ উইকেট উমেশ যাদবের, জাদেজা ৫০ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছেন। ব্যাট হাতে দুই ইনিংসেই ফিফটি করা শার্দুল ঠাকুর ২২ রানে নেন ২ উইকেট। তাছাড়া জাসপ্রীত বুমরাহ ২৭ রানে পেয়েছেন ২টি উইকেট। আর এরই মধ্য দিয়ে দারুণ একটি রেকর্ড গড়েছেন বুমরাহ।
ভারতীয় পেসার হিসেবে দ্রুততম ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বুমরাহ। ২৪ টেস্ট খেলে কীর্তিটা ছুঁলেন বুমরাহ তিনি। তার আগে রেকর্ডটি দখলে ছিল ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের। ১০০টি উইকেট নিতে তার লেগেছিল ২৫ টেস্ট।
ওভাল টেস্টের পঞ্চম দিনে দলকে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং সাজানো, সবকিছুতেই দক্ষতার ছাপ রাখেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে জয় দিয়ে গড়েন নয়া কীর্তি।
বিরাট কোহলি প্রথম ভারত অধিনায়ক, যার নেতৃত্বে ভারত একটি দলের বিরুদ্ধে দশটি টেস্ট জেতার রেকর্ড গড়েছে। কোহলির নেতৃত্বে শুধুমাত্র ইংল্যান্ডের বিপক্ষেই ১০টি টেস্ট জিতেছে ভারত। এই কীর্তি নেই ভারতের আর কোনো অধিনায়কের। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ৮টি টেস্টে জয় পেয়েছিল ভারত। সেই রেকর্ড লর্ডস টেস্টেই ভাঙেন কোহলি। ওভাল টেস্ট জয়ের পর আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
ইংল্যান্ড ব্যতীয় দক্ষিণ আফ্রিকাকে মোট ৭টি টেস্টে হারিয়েছেন বিরাটের ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৬ বার।
বিএসডি/এএ