খেলাধূলা প্রতিনিধি:
আইপিএলের মতো পিএসএলেও নিলাম শুরু হলে খেলোয়াড়েরা পিএসএলকেই বেশি গুরুত্ব দেবেন বলে মনে করছেন সাবেক বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার, ‘এটা দিনশেষে টাকার খেলা। দেশে ক্রিকেটীয় অর্থনীতি উন্নত হলে আমাদের সম্মানও বাড়বে। ক্রিকেটীয় অর্থনীতি উন্নত করার প্রধান হাতিয়ার হলো পিএসএল। আমরা যদি পিএসএলে নিলামপ্রক্রিয়া চালু করি, ফ্র্যাঞ্চাইজিগুলোকে বেশি খরচ করার ক্ষমতা দিই, তাহলে আমরা অনায়াসে পিএসএলকে আইপিএলের কাতারে নিয়ে আসতে পারি। তারপর দেখব, কে পিএসএল বাদ দিয়ে আইপিএলে খেলতে যায়।’
এর মধ্যেই কয়েক ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন রমিজ, ‘আপনি যদি ড্রাফট প্রক্রিয়া থেকে সরে এসে নিলামপ্রক্রিয়া চালু করেন, তাহলে বিশ্বের অনেক প্রতিভাবান খেলোয়াড়কেই দলে টানতে পারবেন, তাঁরাও আগ্রহী হবে। আমি দুজন ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে কথা বলেছি, তাঁরা এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে রাজি। অন্যদের সঙ্গেও আস্তে–ধীরে কথা বলব। এ পরিকল্পনা এখনো ভাবনাচিন্তার মধ্যেই আছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে আমি সবচেয়ে বেশি আগ্রহী।’
এবার মাত্র দুই শহর—করাচি ও লাহোরে পিএসএল আয়োজিত হয়েছে। আগামী মৌসুম থেকে অন্যান্য শহরেও হোম ও অ্যাওয়ে ভিত্তিতে পিএসএলের আয়োজন করতে চাইছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান, ‘আমরা চাই, আগামী মৌসুম থেকে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে সব ভেন্যুতে পিএসএল আয়োজিত হবে। টিকিট বিক্রি বাবদ আরও অনেক টাকা আসবে। আমরা পিএসএলের পুরো ধারণাকেই বদলে দিতে চাই।’
বিএসডি/ এমআর