জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল দেয়ালেই এখন পোষ্টারের রাজত্ব। বাদ নেই ভিসি ভবনও। সকল ধরনের পোস্টারে ছেয়ে গেছে দেয়াল গুলো। এতে হ্রাস পাচ্ছে ক্যাম্পাসের সৌন্দর্য্য।
সরজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, নতুন ভবনের দেয়াল, শান্ত চত্বর, ক্যান্টিন, কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, প্রশাসনিক ভবন, বিজ্ঞান ভবন, ভিসি ভবন সহ সর্বত্রই পোস্টারে ছেয়ে গেছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস গুলোতেও এখন পোস্টারের ছড়াছড়ি।
পোস্টার গুলো মূলত রাজনৈতিক ও এর অঙ্গ সংগঠন, অরাজনৈতিক সংগঠন,বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন, এবং সচেতনতামূলক পোস্টার হলেও, কোচিং সেন্টার, বাসা ভাড়া এই জাতীয় পোস্টার ও দেখা যায়।
নৃবিজ্ঞান বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী ফাতেমা আক্তার জ্যোতি বলেন,”পোস্টার গুলোর জন্যে দেয়াল ও দেখা যায় না এমন একটা অবস্থা । অতি দ্রুত এগুলো সরানোর ব্যবস্থা করা উচিত।’
জিওগ্রাফি বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী হৃদয় সূত্রধর বলেন, ‘মানুষের জীবনের সমস্ত পোস্টার যেন জগন্নাথের দেওয়ালে ঝুলে।এতে দেয়াল আর ভার্সিটির সৌন্দর্য্য নষ্ট হচ্ছে।তাই দেয়ালের পোস্টার গুলো উচ্ছেদ করে,সেখানে রং করে বিভিন্ন ধরনের বাণী লিখলে অনেক সুন্দর হবে। প্রয়োজনে গুরুত্বপূর্ন পোস্টারের জন্যে একটা বোর্ড এর ব্যবস্থা করা গেলে ভালো হয়।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘দেয়ালে পোস্টার লাগানোর কোনো বিধি নিষেধ নেই। তাই এমনটা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুদিন পর পর পোস্টার অপসারণ করে।’
তিনি আরো বলেন, ‘কোথায় পোস্টার লাগালে ক্যাম্পাসের সৌন্দর্য্য নষ্ট হয় সেটা বুঝতে হবে । শিক্ষার্থীরা চাইলে নিজেরাও উদ্যোগী হয়ে পোস্টার অপসারণ করতে পারে। ক্যাম্পাসের সৌন্দর্য্য রক্ষার দায়িত্ব শিক্ষক,শিক্ষার্থী আমাদের সকলের।’
বিএসডি/ফয়সাল