বিনোদন ডেস্ক:
‘পাঞ্জাবীওয়ালা’ খ্যাত গায়িকা শিরিন জাওয়াদ লন্ডনে স্থায়ীভাবে বসবাস করেন। তবে সময় সুযোগ বুঝে দেশে এসে নতুন গান প্রকাশ করেন। স্টেজেও হাজির হন ভক্তদের জন্য। সবশেষ ২০১৮ সালে বাবা মারা যাওয়ার পর দেশে এসেছিলেন এই গায়িকা। এরপর ব্যক্তিগত ব্যস্ততা এবং পরবর্তীতে করোনার কারণে আর দেশে পা রাখতে পারেননি।
তিন বছর পর আবারও দেশে এলেন শিরিন জাওয়াদ। গত ১২ ডিসেম্বর ঢাকায় পৌঁছান তিনি। এরমধ্যে গাজীপুর গিয়ে বিজয় দিবসের একটি কনসার্টেও অংশ নিয়েছেন লোক গানের জনপ্রিয় এই শিল্পী। এ যাত্রায় দেড় মাস দেশে থাকবেন বলেও ঢাকা পোস্টকে জানিয়েছেন তিনি।
ঢাকা পোস্টকে শিরিন বলেন, ‘বাবা মারা যাওয়ার পর সবশেষ দেশে এসেছিলাম। গত দুই বছর তো করোনার কারণে আসা হয়নি। এবার আসতে পেরে খুব ভালো লাগছে। আপাতত আমি ঢাকাতেই আছি। খুব ইচ্ছা যে কয়দিন আছি কিছু শো করার। করোনার কারণে কতদিন স্টেজে গাইতে পারিনি। মুখিয়ে আছি এবার ভালো কিছু শো করার জন্য। এছাড়া বন্ধু-বান্ধবদের সঙ্গেও সময়টা আনন্দে কাটাতে চাই।’
এবার এক বা একাধিক নতুন গান ধামাকা নিয়েও হাজির হওয়ার ইঙ্গিত দিয়েছেন শিরিন। তবে সেটা স্পষ্ট করেনটি। বললেন, ‘সেটা আপাতত চমক হিসেবেই থাক।’
উল্লেখ্য, ‘পাঞ্জাবীওয়ালা’ (২০০৭), ‘মাতওয়ালী’ (২০০৯), ‘রঙিলা’র (২০১৪) মতো একক অ্যালবাম প্রকাশ করে শ্রোতাদের হৃদয়ে জাগয়া করে নেন শিরিন। এর বাইরে কিছু সিঙ্গেল গানেও শোনা গেছে তার কণ্ঠ।
বিএসডি/জেজে