নিজস্ব প্রতিবেদক:
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। গতকাল সর্বশেষ আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ১৭৬ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জানা যায়, চলতি মাসে গতকালই সর্বোচ্চসংখ্যক রোগীর মৃত্যু হয়। দেশে এ পর্যন্ত মারা গেছে ২৭ হাজার ৯৯৫ জন করোনা রোগী। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬। গতকালের ১৬২ জনসহ মোট সুস্থ হলো ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।
গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৬ হাজার ৪২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ কোটি ৯ লাখ ৬২ হাজার ৪৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। সর্বশেষ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৭ শতাংশ। মোট নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৯ আর মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
বিএসডি/ এলএল