নিজস্ব প্রতিবেদক,
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছেছে।
শনিবার (৭ আগস্ট) বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে উপহারের দ্বিতীয় চালানের এই ৩০টি অ্যাম্বুলেন্স। কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশে পৌঁছেছে এই অ্যাম্বুলেন্সগুলো।
ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স আজ এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভারত সরকারের উপহার দেওয়া ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসেছে । খুব তাড়াতাড়ি কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করা হবে।
জানা গেছে , ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্সের কাগজপত্র কাস্টমসে দেওয়া হয়েছে।
বেনাপোল বন্দরের এডি আতিকুল রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বন্দরে রাখা হয়েছে। খুব দ্রুত ঢাকায় পাঠানো ব্যবস্থা করা হবে।
বিএসডি/আইপি