জ্যেষ্ঠ প্রতিবেদক:
রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে জিহাদ নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন মনির হোসেন হাওলাদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে গত ৬ ডিসেম্বর রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে জিহাদ নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়। ওই ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়। শিশুটির বাবা নাদির হোসেনের পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন এ রিট দায়ের করেন।
গত ৯ নভেম্বর সকালে রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে বাবার সঙ্গে স্কুলে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে জিহাদ নামে সাত বছর বয়সী ওই শিশু নিহত হয়।
বিএসডি/জেজে