নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দুইটি কমিউনিটি ক্লিনিকে ন্যাবুলাইজার ও পালস অক্সিমিটার প্রদান করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) দুপুরে যুবলীগ দোহাজারী পৌরসভা শাখার আহবায়ক ও আলহাজ্ব আফজল মিয়া সওদাগর স্মৃতি ফাউন্ডেশন চেয়ারম্যান মো. মনসুর আলী ফয়সালের পক্ষ থেকে পশ্চিম জামিজুরী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আইয়ুব আলীর হাতে এসব হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাশিমপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম, আলোকিত দোহাজারী ম্যাগাজিন সম্পাদক ও আলোকিত দোহাজারী ফাউন্ডেশন (এডিএফ) চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আব্দুল গফুর রব্বানী, মাওলানা মোখতার হোসাইন, প্রকৌশলী আবছার উদ্দিন, ছাত্রলীগ নেতা আবিদুল ইসলাম পাভেল, সাজ্জাদ হোসেন রকি প্রমুখ।
প্রসঙ্গত, যেসব রোগী ফুসফুসের সমস্যায় আক্রান্ত এবং চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের জন্য এই নেবুলাইজার উত্তম একটি পদ্ধতি। নেবুলাইজার হচ্ছে এক ধরনের শ্বাসক্রিয়াজনিত চিকিৎসা। শিশু বা বয়স্ক মানুষ বা যেসব লোক ইনহেলার ব্যবহার করতে পারে না বা ইনহেলার ব্যবহার করা কষ্টসাধ্য তাদের জন্য নেবুলাইজার একটি উত্তম ও সুবিধাজনক উপায়।
এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গ রয়েছে এমন মানুষদের রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করার জন্য পালস অক্সিমিটার হতে পারে সাহায্যকারী একটি যন্ত্র। নানা কারণে বা অসুখে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে, হৃৎস্পন্দন খুব কম, বেশি বা অনিয়মিত হতে পারে। পালস অক্সিমিটার দিয়ে ঝটপট মেপে নেওয়া যেতে পারে হৃৎস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা।
বিএসডি/আইপি