নিজস্ব প্রতিবেদক,
বাইরে কাঠ-ফাটা রোদ। এই রোদে দু’মিনিট দাঁড়ানোর জো নেই।তাই উপকারভোগীদের কষ্ট লাঘবে আমের রাজ্য চাপাইনবাবগঞ্জের কানসাটে গাছের ছায়াতলে বসিয়ে খাদ্যসামগ্রী দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ।
বসুন্ধরা গ্রুপের সহায়তায় শিবগঞ্জ উপজেলার আরো ৪০০ অতিদরিদ্রকে এই সহায়তা দেওয়া হয়। প্রখর রোদেও ছায়াতলে এমন ব্যতিক্রম শীতল পরিবেশ দেখে শুভসংঘকে প্রশংসায় ভাসিয়েছেন স্থানীয়সহ উপকারভোগীরা। এছাড়া সকলের মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
বুধবার (১৮ আগস্ট) উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্য সহায়তা দেয় শুভসংঘের সদস্যরা।
আমারের রাজ্য খ্যাত চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বসবাস রবিউল ইসলামের। বাগান থেকে আম পেড়ে তা বিক্রি করেই স্বচ্ছল জীবযাপন করছিলেন তিনি। কিন্তু এই আমই যেন কাল হলো তার জীবনে। বছর দশেক আগে আমগাছ থেকে পড়ে কোমরের হাড় ভেঙে গেছে তার। এরপর থেকে আর উঠে দাড়াতে পারেননি। এখন হুইল চেয়ারে বসে ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় তার হাতে। সহায়তায় পেয়ে রবিউল দোয়া করেন। বলেন, এই খাবারে আমার ৫-৭ দিন চলব। দোয়া করি বসুন্ধরার কাম-কাজ, ব্যবসা-বাণিজ্য ভালো হোক। সে আরও বড় হোক। ছেলে-মেয়ে সুখে থাক।
জায়িদা বেগম নামের একশো পেরোনো এক উপকারভোগী বলেন, ‘হামার মা নাই, বাপ নাই। পা খানা ন্যাংড়া। হাটতে পারি না দাদারে। আজকে খাবার দিলি। তোরা বাঁইচে থাক ভাইরে। তোগো ভালো করবে আল্লা। ’
আরও পড়ুন : বসুন্ধরার বিরুদ্ধে হুইপের ৫শ কোটি টাকার মামলা
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, করোনায় সাধারণ মানুষ কর্মহীন হয়ে পরেছেন। লকডাউনে ঘরে বন্দী হয়ে আয়ের পথ বন্ধ হয়েছে। এই সময়ে বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠ শুভসংঘ এগিয়ে এসেছেন। অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন। আমি শিবগঞ্জবাসীর পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা আজ খাদ্য সহায়তা পেলেন তারা দু’হাত তুলে তাদের জন্য দোয়া করবেন। তারা যেন মানুষের পাশে দাঁড়িয়ে এমন সেবামূলক কাজ করতে পারেন। করোনা সুরক্ষায় বাংলাদেশের সরকারের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি চলছে। আপনারা সবাই টিকা নিয়ে নিবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, শিবগঞ্জ উপজেলা শাখার সেচ্ছাসেবী আবু সাদাত মোহাম্মদ সাইদ (খোকন), মো. মাসুদ রানা, কেতাবুল আলম, বরকত উল্লাহ, মো. রাকিব, সাগর, সোহেল, রনি, মহব্বত, শহিদুল ইসলাম খোকন।
বিএসডি/আইপি