ভারত থেকে দেশে ফিরে করোনা নেগেটিভ হয়েছে সাকিব আল হাসান। টানা দু’বার তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। গতকাল প্রথম টেস্টে নেগেটিভ আসার পর আজ দ্বিতীয় টেস্টেও করোনা নেগেটিভ হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন।
তিনি বলেন, ‘সাকিব আল হাসানের টানা দুই পরীক্ষায় করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল প্রথম টেস্টের ফল পাওয়ার পর দ্বিতীয় টেস্টের নমুনা নেওয়া হয়। আজ তার রিপোর্টও নেগেটিভ আসে।’
একই দিনে স্ত্রীসহ প্রথম টেস্ট নেগেটিভ হয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে ফিরে কোয়ারেন্টিনে রয়েছেন তারাও। আজ দ্বিতীয়বারের মতো নমুনা দিয়েছেন তারা। আগামীকাল সেই রিপোর্ট পাওয়ার কথা রয়েছে।