পাকিস্তান রান করছে। বাংলাদেশ কেবল তাকিয়ে দেখছে। বাস্তবতা আসলে এটাই। অন্তত পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের পর অবস্থাটা এমনই। ৫৭ ওভার বল করেও যে পাকিস্তানের একটি উইকেটও তুলতে পারেনি মুমিনুল হকের দল। আগের দিন স্বপ্নের মতো কাটলেও দ্বিতীয় দিনে ডুবতে হয়েছে কেবলই হতাশায়।
শুরুটা হয়েছিল লিটন দাসকে দিয়ে। আগের দিন এত দারুণ সব শট খেলেছেন, টাইমিং ছিল চোখের জন্য শান্তির। আশা ছিল, দ্বিতীয় দিনেও হয়তো করবেন বড় কিছু। কিন্তু হাসান আলির বুদ্ধিদ্বীপ্ত বোলিংয়ে তাকে ফিরতে হয়েছে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। এর আগে ১ ছক্কা ১১ চারে ২৩৩ বলে করেছেন ১১৪ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩০/১০ (মুশফিক ৯১, লিটন ১১৪, ইয়াসির ৪, মিরাজ ৩৮, তাইজুল ১১, আবু জায়েদ ৮, ইবাদত ০; আফ্রিদি ২/৭০, হাসান ৫/৫১, ফাহিম ২/৫৪, সাজিদ ১/৭৯)
পাকিস্তান ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৪৫/০ (আবিদ ৯৩*, শফিক ৫২*)
#২য় দিন শেষে
বিস্তারিত আসছে……
বিএসডি/এসএসএ