বর্তমান সময় ডেস্কঃ
বাংলাদেশের কৃষিকে উন্নত করতে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে৷ বাংলাদেশের পক্ষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও আর্জেন্টিনার পক্ষে দেশটির অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী সার্জিও টমাস মাসা সমঝোতা স্মারকে সই করেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সমঝতা স্মারক সই হয়। এসময় কৃষি সচিব ওয়াহিদা আক্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, এই সমঝোতার মাধ্যমে বিশ্বের আরেকটি প্রান্তে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশ্বের দক্ষিণাঞ্চলে আমরা যেতে পারব। প্রাকৃতিক সম্পদে ভরপুর আর্জেন্টিনা খুবই সম্পদশালী দেশ। কাজেই বৈশ্বিক পর্যায়ের সহযোগিতায় এটি একটি নতুন অধ্যায়।
তিনি বলেন, আমরা আর্জেন্টিনা থেকে সয়াবিনসহ গবাদিপশুর খবার আমদানি করি। আপনারা জানেন, দেশটি থেকে আমাদের দুই বিলিয়ন ডলারে বেশি ভোজ্য তেল আনতে হয়। পোল্ট্রির প্রোটিন নির্ভর করে সয়াবিনের ওপরে, সেক্ষেত্রে সয়াবিন উৎপাদনে নেতৃত্বদানকারী দেশগুলোর একটি হচ্ছে আর্জেন্টিনা।
তিনি আরও বলেন, আমি করি এই সমঝোতা স্মারক সই করার মধ্য দিয়ে আর্জেন্টিনা থেকে সয়াবিন আনতে পারব। এছাড়া, তাদের সঙ্গে আরও কৃষিপণ্যের ব্যবসা হবে। আমাদের কৃষিকে উন্নত করতে তারা সহযোগিতা করবে। এছাড়া জলবায়ু সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আমরা একসঙ্গে কাজ করব।
আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিশ্ব অর্থনীতিতে প্রতিযোগিতা করতে যাচ্ছি। অনেক কৃষি পণ্যে আমরা উদ্বৃত্ত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ভবিষ্যতে উদ্বৃত্ত পণ্য কৃষি প্রক্রিয়াজাতকরণের শিল্প স্থাপনে আমরা আর্জেন্টিনার সহযোগিতা নেব। ব্রিডিংয়ের জাত উদ্ভাবন ও জৈবপ্রযুক্তির ক্ষেত্রে আমরা আর্জেন্টিনার সহায়তা পাব।
বিএসডি/আরপি