সাভার প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থানান্তরের সময় বৈদ্যুতিক খুঁটি চলন্ত সিএনজি অটোরিকশার ওপর পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় বালিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া-সাটুরিয়া সড়কের বিডি ফুড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইমরুল কাউসার ধামরাইয়ের আমতা ইউনিয়নের শিয়ালোপাড়া এলাকার। আহত চালক মিজানুর রহমান ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা বর্তমান সময় কে জানায়, সন্ধ্যায় কাওয়ালীপাড়া-সাটুরিয়া আঞ্চলিক সড়ক দিয়ে সিএনজি অটোরিকশাটি সাটুরিয়ার দিকে যাচ্ছিল।
এ সময় সড়কের পাশে পল্লীবিদ্যুতের বিদ্যুত সঞ্চালন লাইনের কাজ করছিলেন ঠিকাদাররা। বৈদ্যুতিক খুঁটি দাড় করানোর সময় তা সড়কে চলন্ত একটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে যায়। এতে এক যাত্রী খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় চালককে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঢাকা পল্লীবিদ্যুত সমিতি-৩ এর কুশুরা জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল অফিসার সিজান আহমেদ বলেন, আজ ওই এলাকায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থানান্তরের কাজ করছিল। তখন দুর্ঘটনাবশত বৈদ্যুতিক খুঁটি সিএনজির ওপর পড়ে। থানা পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বিষয়টি দেখছি। এ ঘটনায় (এসআই) মনির হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএসডি/এসএফ