নিজস্ব প্রতিবেদক,
ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণি সুমনকে চাঁদাবাজি, সন্ত্রাসী ও ভূমি দস্যুতার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে মিটিং করেন। মিটিং শেষে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধা আব্দুল আলীম সাংবাদিকদের এ কথা জানান।
এ সময় বালিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের সকল নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গণি সুমনকে দল থেকে বহিষ্কারের দাবিতে মিছিল বের করেন। মিছিলের পর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিটিং করেন এবং মিটিং শেষে তাকে মৌখিকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানান।
সম্প্রতি বালিয়া এলাকার সূত্রাপুর গ্রামের আবুল হোসেন (৩৬) নামের এক যুবককে রাতের আঁধারে ডেকে এনে নারী কেলেঙ্কারির কথা বলে ১৫ লক্ষ টাকা দাবি করেন আওয়ামী লীগ নেতা আব্দুল গণি। টাকা দিতে অপারগতা স্বীকার করলে মারধর করেন তাকে। পরে ১ লক্ষ টাকা আদায় করে আরও ৪ লক্ষ টাকা দাবি করে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আওয়ামী লীগ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে তার বিরুদ্ধে মিছিল-মিটিং করে মৌখিকভাবে বহিষ্কার করেন ইউনিয়নের নেতাকর্মীরা।
বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম জানান, সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গণি সুমনের বিরুদ্ধে নানা অপকর্মের খবর প্রকাশ হয়। এতে দল ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই আমরা জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলে আজ মিটিং করেছি। আজকের মিটিংয়ে ইউনিয়নের সকল নেতাকর্মীসহ প্রায় ১ হাজার লোক উপস্থিত ছিলেন। সকলের মতামতের মাধ্যমেই বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গণি সুমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল গণি সুমনকে একাধিকবার মুঠোফোনে কল করা হলে তিনি কেটে দেন।
বিএসডি/আইপি