নিজস্ব প্রতিবেদক,
নওগাঁ জেলায় চলতি আমন মওসুমে মোট ১ লাখ ৯৭ হাজার ৫৫ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে মাঠে এখন চলছে চারা রোপণের উৎসব। কলের লাঙ্গলের শব্দ, কোথাও কোথাও পুরাতন পদ্ধতি পানিতে লাঙ্গল আর গরুর পায়ের ঝপাং ঝপাং শব্দ, চাষিদের কোলাহলে মুখরিত মাঠের পর মাঠ। এই অনুভব এখন পুরো নওগাঁ জেলার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শামসুল ওয়াদুদ জানিয়েছেন, ধার্যকৃত লক্ষ্যমাত্রার মধ্যে হাইব্রিড জাতের ৩৫৫ হেক্টর, উন্নত ফলনশীল (উফশী) জাতের ১ লাখ ৭০ হাজার হেক্টর এবং স্থানীয় জাতের ২৬ হাজার ৭শ হেক্টর।
তিনি জানিয়েছেন হাইব্রিড জাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধানী গোল্ড এবং এ্যারাইজ ৭০০৬ জাতের। স্থানীয় জাতের মধ্যে রয়েছে চিনি আতপ ও বিন্নাফুল। উফশী জাতের মধ্যে উল্লেখযোগ্য হলো স্বার্ন, ব্রিধান-৫১, ব্রিধান-৫২, ব্রিধান-৩৪ এবং ব্রিধান-৪৯।
জেলা কৃষি বিভাগের তথ্য মতে উপজেলা ভিত্তিতে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় হাইব্রিড ২০ হেক্টর, উফশী ৮ হাজার ৬শ হেক্টর ও স্থানীয় ১ হাজার ১শ হেক্টরসহ মোট ৯ হাজার ৭শ ৫৫ হেক্টর।
রানীনগর উপজেলায় হাইব্রিড ৫০ হেক্টর, উফশী ১৭ হাজার ৯শ ৭৫ হেক্টর ও স্থানীয় ১০৫ হেক্টরসহ মোট ১৮ হাজার ১শ ৩০ হেক্টর। আত্রাই উপজেলায় উফশী ৩ হাজার ৯শ ৯৫ হেক্টর ও স্থানীয় ১ হাজার ১৫ হেক্টরসহ মোট ৫ হাজার ১০ হেক্টর। বদলগাছি উপজেলায় উফশী ১২ হাজার ৫শ ৮০ হেক্টর ও স্থানীয় ১ হাজার ৪শ ৩৫ হেক্টরসহ মোট ১৪ হাজার ১৫ হেক্টর। মহাদেবপুর উপজেলায় হাইব্রিড ১৮০ হেক্টর, উফশী ১৭ হাজার ৪শ হেক্টর ও স্থানীয় ১০ হাজার ২শ ৭৫ হেক্টরসহ মোট ২৭ হাজার ৮শ ৫৫ হেক্টর। পত্নীতলা উপজেলায় হাইব্রিড ২০ হেক্টর, উফশী ২৪ হাজার ৪শ ৩০ হেক্টর ও স্থানীয় ৩ হাজার ৮শ ৫ হেক্টরসহ মোট ২৮ হাজার ২শ ৫৫ হেক্টর। ধামইরহাট উপজেলায় হইব্রিড ৮০ হেক্টর, উফশী জাতের ১৯ হাজার ৩শ ৫ হেক্টর ও স্থানীয় ৬শ ৯৫ হেক্টরসহ মোট ২০ হাজার ৮০ হেক্টর।
সাপাহার উপজেলায় উফশী ১০ হাজার ১শ ৫০ হেক্টর ও স্থানীয় ১ হাজার ৮শ ৩০ হেক্টরসহ মোট ১১ হাজার ৯শ ৮০ হেক্টর। পোরশা উপজেলায় উফশী ১৫ হাজার ৪শ হেক্টর ও স্থানীয় ১ হাজার ২শ হেক্টরসহ মোট ১৬ হাজার ৬শ হেক্টর। মান্দা উপজেলায় উফশী ১৪ হাজার ৮শ ৭৫ হেক্টর ও স্থানীয় ১ হাজার ৯৫ হেক্টরসহ মোট ১৫ হাজার ৯শ ৭০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় হাইব্রিড ৫ হেক্টর, উফশী ২৫ হাজার ২শ ৯০ হেক্টর ও স্থানীয় জাতের ৪ হাজার ১শ ১০ হেক্টরসহ মোট ২৯ হাজার ৪শ ৫ হেক্টর।
কৃষি বিভাগ জানিয়েছে, এই পরিমাণ জমি থেকে চালের সম্ভাব্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ৫ লাখ ১৯ হাজার ২৫১ দশমিক ৭০ মেট্রিক টন। এর মধ্যে হাইব্রিড ১ হাজার ৫শ ১ দশমিক ৭০ মেট্রিক টন, উফশী জাতের ৪ লাখ ৭৭ হাজার ৭শ মেট্রিক টন এবং স্থানীয় জাতের ৪০ হাজার ৫০ মেট্রিক টন।
বিএসডি/আইপি