নিজস্ব প্রতিবেদক
বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু, পরিষ্কার পরিচ্ছন্নতা, রোড লাইট, ফুটপাত, হোল্ডিং ট্যাক্সসহ সিটি কর্পোরেশনের সার্বিক সেবা বিষয়ে নগরবাসীকে সচেতন করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বসবাসকারী নগরবাসীকে সচেতন করার জন্য সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট, স্টিকার বিতরণ করে সংস্থাটি। যার মাধ্যমে নাগরিকরা সচেতন হবে বলে প্রত্যাশা করছে সংস্থাটি। এ কারণে এসব প্রস্তুতের জন্য বাজারদর যাচাই এবং দরপত্র মূল্যায়নের জন্য পৃথক দুটি কমিটি গঠন করেছে ডিএনসিসি।
শনিবার (২৩ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে পৃথক দুটি কমিটি অনুমোদন দিয়েছেন।
জানা গেছে, দুই কমিটির মধ্যে বাজারদর যাচাই কমিটিতে সভাপতি করা হয়েছে ডিএনসিসির ঊর্ধ্বতন কীট নিয়ন্ত্রণ কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির সদস্য সচিব হয়েছেন ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা এবং সদস্য হিসেবে রাখা হয়েছে ডিএনসিসির সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তাকে।
অন্যদিকে অপর দরপত্র মূল্যায়ন কমিটিতে সভাপতি করা হয়েছে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে এবং সদস্যসচিব হিসেবে আছেন ডিএনসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা। পাশাপাশি কমিটির বাকি সদস্য হিসেবে আছেন নগর পরিকল্পনাবিদ, ভূগোলবিদ এবং সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।