ক্রীড়া ডেস্ক,
সাফের আগে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। কিরগিজস্তানের বিশকেকে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে জেমি ডে’র শিষ্যরা। আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় কিরগিজস্তানের বিশকেক জাতীয় স্টেডিয়ামে ফিলিস্তিনের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা।
ম্যাচের আগে আজ অনুশীলন শেষে বাংলাদেশ দলের বৃটিশ কোচ জেমি ডে বলেন,‘ফিলিস্তিন অত্যন্ত ভালো দল। কিরগিজস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচ দেখেছি। ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিরুদ্ধে ম্যাচ বাংলাদেশের সাফ প্রস্তুতিতে সহায়ক হবে।’ বাংলাদেশ দলের ২৩ সদস্যের মধ্যে চার জন নতুন মুখ। দুই জন প্রবাসী ফুটবলার ও দুই দেশীয় নতুন ফুটবলার। এই চার নতুন মুখের কালই অভিষেক হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে জেমি বলেন, ‘অবশ্যই নতুনদের খেলার সুযোগ দেয়া হবে। নতুনরা প্রত্যেকে অন্তত একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।’
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কালকের ম্যাচ ও প্রতিপক্ষ নিয়ে বলেন, ‘ফিলিস্তিন শক্তিশালী দল। তারা সেটপিস ভালো। কোচের সঙ্গে এ নিয়ে আলাপ করছি।’
কোচ জেমি ডে খেলার কৌশল বা ধরণ নিয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন,‘ আমরা নতুন কৌশল প্রয়োগের চেষ্টা করব। ভালো হলে কন্টিনিউ করব।’ নতুন সিস্টেমটি সেই বিষয়টি অবশ্য জামাল পরিষ্কার করেননি।
কিরগিজস্তানে তিনটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক, ‘সামনেই সাফ খুব বেশি সময় নাই। কোন জায়গায় উন্নতি করতে হবে এগুলো এই ম্যাচগুলো শেষে বোঝা যাবে। আমরা সব খেলোয়াড় ফিট রয়েছি’।
বাংলাদেশ দল এখন পর্যন্ত ফিলিস্তিনের বিরুদ্ধে পাচটি ম্যাচ খেলেছে। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে। একমাত্র ড্র এএফসি চ্যালেঞ্জ কাপে। ২০০৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল ফিলিস্তিনের বিরুদ্ধে।
স্বাগতিক কিরগিজস্তানের র্যাংকিং ১০১। তাদের একধাপ নিচেই ফিলিস্তিন আর বাংলাদেশের অবস্থান ১৮৮।
বিএসডি/এএ