নিজস্ব প্রতিবেদক:
বন্ধ থাকা সরকারি পাটকলগুলো শিগগিরই উৎপাদনে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, নতুন নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পাট শিল্পের সুদিন ফেরাতে হবে। যেকোনো প্রকারেই হোক ঐতিহ্যবাহী পাট শিল্পকে রক্ষা করতে হবে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) এজিএমে প্রধান অতিথির বক্তব্যে গতকাল এসব কথা বলেন তিনি।
বিজেএমএর সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন বক্তব্য দেন। কমিটির নেতারাসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন।
বিএসডি/ এলএল