নিজস্ব প্রতিবেদক:
দেশে নতুন শিক্ষাক্রম শুরু হচ্ছে ২০২৩ সাল থেকে। তার আগেই আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু করা হবে। ১ ফেব্রুয়ারির মধ্যেই নতুন বই প্রস্তুত হয়ে যাবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানান।
তিনি বলেন, মূলত পাইলটিং হওয়ার কথা ছিল মাধ্যমিকের ১০৯টি এবং প্রাথমিকের ১০০টি বিদ্যালয়ে। তবে গবেষণার জন্য সাতটি প্রতিষ্ঠানে পাইলটিং হলে সমস্যা নেই।
বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে ডা. দীপু মনি বলেন, পাইলটিংয়ের জন্য ১ ফেব্রুয়ারির মধ্যেই নতুন বই প্রস্তুত হয়ে যাবে। পাইলটিংয়ে থাকছে মাধ্যমিকের সপ্তম শ্রেণি এবং প্রাথমিকের প্রথম শ্রেণি।
করোনার কারণে এ বছরও বই উৎসব হবে না জানিয়ে তিনি বলেন, এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে। শিক্ষার্থীরা সময়মতো বই হাতে পেয়ে যাবে।
ছাপাখানা পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। জানান, পুরোদমে কাজ চলছে। ছাপার কাজ প্রায় শেষ। আগামী দু’দিনের মধ্যে বই বাঁধাই হয়ে যাবে।
বিএসডি/এসএফ