আন্তর্জাতিক ডেস্ক:
বিয়ে করে নতুন বউকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বাড়িতে নিয়েছেন আফগানিস্তানের এক তালেবান কমান্ডার। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, হেলিকপ্টার ব্যবহার করে তিনি তার নববধূকে লোগার থেকে পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশে নিয়ে যান।
আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম খামা প্রেস জানিয়েছে, ওই কমান্ডার তালেবানের হাক্কানি নেটওয়ার্কের সদস্য। মেয়েটিকে বিয়ের জন্য তার বাবার হাতে পণ বাবদ ১২ লাখ আফগান মুদ্রাও দেন ওই তালেবান নেতা।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত শনিবার লোগার প্রদেশের শাহ মাজার অঞ্চলের বারকি বারাক জেলায়।
তবে, কমান্ডারের পক্ষে সাফাই গেয়ে, তালেবানের ডেপুটি মুখপাত্র কারি ইউসুফ আহমাদি বলেন , এ অভিযোগ মিথ্যা। এটি প্রোপাগান্ডা ছড়িয়েছে শত্রুরা বলেও উল্লেখ করেন তিনি।
গত বছর ৩১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিলে ক্ষমতায় বসে তালেবান সরকার। এরপর থেকেই নানা কারণে সমালোচিত হচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার।
বিএসডি/ফয়সাল